এবার বাতাস থেকে সুপেয় পানি
হালকা বাতাস থেকে সুপেয় পানি উৎপাদনের প্রযুক্তি তৈরি হয়েছে। এটি ব্যবহার করে সস্তায় সুপেয় পানি উৎপাদন করা যাবে। ফলে বিশ্বের দারিদ্র্যপীড়িত অঞ্চলের মানুষ পানির অভাব থেকে মুক্তি পাবে। হালকা বায়ু থেকে পানি উৎপাদনের যন্ত্র বা প্রযুক্তিটি তৈরি করেছেন ইসরায়েলের ওয়াটার-জেন নামক প্রতিষ্ঠানের একদল গবেষক। তাঁদের তৈরি প্রযুক্তিতে প্রতি লিটার পানি উৎপাদনে মাত্র দুই টাকা (বাংলাদেশি মুদ্রার হিসাব অনুযায়ী) খরচ পড়বে বলে জানানো হয়েছে। পানি উৎপাদনের ওই প্রক্রিয়া প্রসঙ্গে ওয়াটার-জেনের গবেষকেরা বলেন, হালকা বাতাস...
Posted Under : Health News
Viewed#: 27
আরও দেখুন.

